শিশুদের মহাকাশ সম্পর্কে জানাবে মাইক্রোসফট।
শিশুদের কোডিং শেখানোর কাজ অনেক আগে থেকেই শুরু করেছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। এবার প্রতিষ্ঠানটি শিশুদের মহাকাশ সম্পর্কে জানাতে নতুন উদ্যোগ নিয়েছে।মাইক্রোসফট শিশুদের মহাকাশ সম্পর্কে বিভিন্ন ধারণা দিতে নাসার সঙ্গে কাজ করার কথা জানিয়েছে।এই কাজ করতে গিয়ে মাইক্রোসফট ও নাসা পরিকল্পনা করেছে আটটি অনলাইন পাঠ তৈরির ।সেই পাঠ্যসূচীর মধ্যে রয়েছে থ্রিডি ডিজাইন চ্যালেঞ্জ, ভার্চুয়াল রিয়েলিটি এক্সপেরিয়েন্স এবং ডেটা অ্যানালিসিস।বেশিরভাগ কোর্সগুলোই তিন বা চারবার ৫০ মিনিট করে সময়ের। যেখানে প্রতি শিশুর জন্য খরচ হবে প্রতি ক্লাসে তিন বা চার মার্কিন ডলার।মাইক্রোসফট ও নাসার মধ্যে যে সহযোগিতামূলক চুক্তি সেটি হয়েছে ২০১৮ সালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সোসাইটি ফর টেকনোলজি এডুকেটরস সম্মেলনে।কোর্সে অবশ্য এই তিনটি বিষয় ছাড়াও রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নি প্রযুক্তি।অবশ্য শিশু শিক্ষার্থীদের এসব শিখতে হলে উইন্ডোজ ১০ এবং মাইক্রোসফট অফিস সম্পর্কে জ্ঞান থাকতে হবে বলে বলছে প্রতিষ্ঠানটি।
সূত্রঃ টেক শহর ডট কম