রোবট দিয়ে কাজ চালাতে চায় বড় কোম্পানিগুলো।
আগামীতে চাকরির বাজারে সবচেয়ে বড় প্রভাব ফেলবে রোবট।অত্যাধুনিক রোবোটিক্সের কারণে শ্রম বাজার কিভাবে ক্ষতিগ্রস্ত হবে তা তুলে ধরতে বোস্টন কনসাল্টিং গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান জরিপ চালিয়েছে।চলতি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত এই জরিপে ১৩শ’ ১৪টি কোম্পানির এক্সিকিউটিভ ও ম্যানেজার অংশ নিয়েছেন।জরিপের ফলাফল অনুযায়ী, ৬৭ শতাংশ চীনা কোম্পানি কর্মী ছাঁটাই করে রোবট দিয়ে কাজ চালাতে চায়। পোল্যান্ডে ও জাপানে এই হার যথাক্রমে ৬০ ও ৫৭ শতাংশ।কানাডায় ৫২ শতাংশ, ম্যাক্সিকোতে ৫১ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ ও যুক্তরাজ্যের ৪৫ শতাংশ কোম্পানি কর্মীর বদলে রোবট স্থাপনে আগ্রহী। জার্মানি, অস্ট্রিয়া, ইন্ডিয়া, ফ্রান্স ও ইতালিতে এই হার যথাক্রমে ৪৩, ৪২, ৪১, ৪১ ও ৩৪ শতাংশ।
টেক শহর