মি নোট ও মি ম্যাক্স সিরিজ আনছে না শাওমি।
চলতি বছর মি ম্যাক্স ও মি নোট সিরিজের কোনো ফোন আনবে না শাওমি। সিরিজ দুটি চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে কিনা তা জানা যায়নি।শাওমির সহপ্রতিষ্ঠাতা ও সিইও এক উইবো পোস্টে জানান, তাদের লক্ষ্য স্থির। শাওমি ও রেডমির কোন স্মার্টফোন সিরিজ থেকে তারা কী চান তা স্পষ্ট। তবে এ বছর নতুন মি ম্যাক্স ও মি নোট সিরিজের কোনো ফোন আসছে না।তিনি জানান, মি ব্র্যান্ডের ব্যানারে শুধু ফ্ল্যাগশিপ ফোনগুলো আনা হবে। যেমন মি ৯, মি মিক্স ও সিসি সিরিজ আনতে কাজ করছে শাওমি।এদিকে, রেডমি ব্যান্ডের ব্যানারে আসবে সাশ্রয়ী দামের ফোন। অনলাইন বাজারকে কেন্দ্র করেই ফোনগুলোর প্রচারণা চালানো হবে।বড় ডিসপ্লে ও ব্যাটারির জন্য বেশি জনপ্রিয় সিরিজ ছিলো মি ম্যাক্স। মিডরেঞ্জের ফোনের জন্য ক্রেতাদের পছন্দের শীর্ষে ছিলো মি নোট সিরিজের ফোন। কিন্তু বাজারে মি মিক্স সিরিজ আসার পর থেকেই বিক্রি কমতে থাকে মি নোট সিরিজের।এই সিরিজ দুটির সর্বশেষ ফোন ছিলো মি ম্যাক্স ৩ ও মি নোট ৩।
সূত্রঃ টেকশহর.কম