ভারতে অপো রেনো ২ সিরিজ উন্মোচন।
ভারতে উন্মোচন হলো রেনো ২ সিরিজ।
অপো ইন্ডিয়ার প্রোডাক্ট ম্যানেজার জিথিন আব্রাহাম নতুন রেনো ২ সিরিজের ফোনগুলোর ব্যাপারে বিস্তারিত তথ্য দেন। অপো রেনো ২ সিরিজের ফোনগুলো হলো রেনো ২, রেনো ২ জেড ও রেনো ২ এফ।
রেনো ২ ফোনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ। এতে আছে ৪৮, ১৩, ৮ ও ২ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে আছে ১৬ মেগাপিক্সেলের শার্ক-ফিন সেলফি ক্যামেরা।
এতে আরও থাকবে ৫এক্স হাইব্রিড জুম সাপোর্ট ও ২০এক্স ডিজিটাল জুম। ভিডিও ধারণের সময়ও ৫এক্স হাইব্রিড জুম ফিচার ব্যবহার করা যাবে।
এতে আছে সাড়ে ৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। স্ক্রিন টু বডি রেশিও ৯৩ দশমিক ১ শতাংশ।
ফোনটির প্রসেসরে আছে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০। র্যাম ৮ জিবি এবং স্টোরেজ ২৫৬ জিবি। ভোক৩.০ ফাস্ট চার্জিং সুবিধাসহ এতে আছে ৪০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি কালো ও নীল রঙে পাওয়া যাবে।
রেনো ২জেড ও রেনো ২এফ ফোনে আছে ৬ দশমিক ৫৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে।
পেছনে আছে ৪৮, ৮, ২ ও ২ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে আছে ১৬ মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরা। ৮ জিবি র্যাম ২৫৬ জিবি স্টোরেজ এবং ৪০০০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক পি৯০ প্রসেসর।
রেনো ২এফ এর প্রসেসরে আছে মিডিয়াটেক পি৭০। স্টোরেজে আছে ১২৮ জিবি।
রেনো ২ এর দাম ৩৬ হাজার ৯৯০ রুপি (৪৩ হাজার ৬৪৮ টাকা)। ভারতের বাজারে আসবে ২০ সেপ্টেম্বর।
রেনো ২জেড এর দাম হবে ৩৫ হাজার ৩৮৮ রুপি (৪৩ হাজার ৩৬৮ টাকা)। বাজারে আসবে ৬ সেপ্টেম্বর।
রেনো ২এফ এর দাম সম্পর্কে কিছু জানানো হয়নি। ফোনটি বাজারে আসবে নভেম্বরে।