বিনামূল্যে সিমকার্ড পাবেন আমিরাত ভ্রমণকারীরা।
বিশ্বের ভ্রমণ পিপাসু মানুষদের কাছে জনপ্রিয় একটি দেশ হলো সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের নানা দেশ থেকে অসংখ্য পর্যটক আসছে দেশটিতে। বিদেশি এসব পর্যটকদের কথা বলার সুবিধার্থে দেশটির সিম কোম্পানি ‘ডু’ বিমানবন্দরে বিনামূল্যে সিম সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স থেকে বিষয়ঠি নিশ্চিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আল মারি সংবাদমাধ্যমকে বলেন, ‘এখন থেকে আমিরাতে ১৮ বছর বয়সের ওপরে কোনো পর্যটক আসলে সহজে যোগাযোগের জন্য তাকে বিনামূল্যে ‘ডু’ সিম দেওয়া হবে।
যেকোনো দেশের পর্যটক বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে সিম পেয়ে যাবে। একমাস পর্যন্ত উক্ত সিমের মেয়াদ থাকবে।
ভ্রমণপিপাপুসের বড় একটি অংশ প্রতিবছর সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে যান। দেশটিতে যাওয়ার পর অনেকে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে বেশ বিড়ম্বনায় পড়েন। বিদেশি এসব পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিলো সিম সরবরাহকারী একটি কোম্পানী।
সূত্রঃ আমাদের সময়