নেই হেডফোন জ্যাক তবে হেডফোন ফ্রি।
এক্সপেরিয়া ১ প্রি-অর্ডার করলে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের নয়েজ ক্যান্সেলিং হেডফোন দেবে সনি। শুক্রবার থেকে আগামী ১২ জুলাই পর্যন্ত ফোনটি প্রি-অর্ডার করা যাবে।যুক্তরাষ্ট্রের ক্রেতারা ৯৪৯ ডলারের (৭৯ হাজার ৭১৬ টাকা) ফোনটি অর্ডার করলে পাবেন ৩৫০ ডলারের (২৯ হাজার ৪০০ টাকা) ডাব্লুএইচ ১০০০এক্স এম৩ ওয়্যারলেস নয়েজ ক্যান্সেলিং হেডফোন।বেস্ট বাই, অ্যামাজন, বিঅ্যান্ডএইচ ফটো ভিডিও, ফোকাস ক্যামেরা ও বিচ ক্যামেরা থেকে ফোনটি অর্ডার করলে অফারটি পাওয়া যাবে।সনির বহুল প্রতিক্ষীত ফোন এক্সপেরিয়া ১ সবার আগে এসেছে চীনের বাজারে। ফোনটিতে আছে ৪কে এইচডিআর ৬ দশমিক ৫ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। ভাঙন প্রতিরোধে ফ্রন্ট ডিসপ্লেতে রয়েছে গরিলা গ্লাস ৬।প্রসেসর হিসেবে এতে আছে স্ন্যাপড্রাগন ৮৫৫। ব্যাকআপ দিতে আছে ৩৩০০ এমএএইচ ব্যাটারি, যা সার্পোট করবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। র্যাম আছে ৬ জিবি। ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণেও ফোনটি পাওয়া যাবে। তবে চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এর অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড ৯ পাই।ফোনটির পেছনে আছে ১২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। সামনে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এতে কোনো হেডফোন জ্যাক দেওয়া হয়নি।
সূত্রঃ টেকশহর।