চীনে উৎপাদন কমাতে গুগল ও অ্যাপলের উদ্যোগ।
মার্কিন প্রযুক্তি নির্মাতা কোম্পানিগুলো চীনে তাদের পণ্যের উৎপাদন সীমিত করার উদ্যোগ নিচ্ছে।অ্যাপল, গুগল, ডেল, এইচপি, মাইক্রোসফট ও অ্যামাজন তাদের নানা প্রযুক্তি পণ্য উৎপাদনের জন্য চীনের বিকল্প হিসেবে এশিয়ার অন্য দেশগুলো বেছে নেয়ার কথা ভাবছে।সাম্প্রতিক সময়ে প্রযুক্তি বিশ্বে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক স্নায়ু যুদ্ধ চলছে। পাল্টাপাল্টি নানা পদক্ষেপের মধ্যে নতুন এই তথ্য প্রকাশিত হয়েছে অর্থনীতি বিষয়ক পত্রিকা নিকেই এশিয়ান রিভিউর প্রতিবেদনে।চলমান এই বাণিজ্য যুদ্ধের উত্তাপ কিছুটা কমলেও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। প্রতিবেদনটিতে জানানো হয়েছে, অ্যাপল তাদের পণ্য উৎপাদনের কারখানাগুলো চীন থেকে অন্য দেশে সরিয়ে নেয়ার কথা ভাবছে।গুগল তাদের গেইমিং কনসোল, স্মার্ট স্পিকারের মতো প্রযুক্তি পণ্য উৎপাদনের জন্য চীনের উপর নির্ভরশীল। অ্যামাজন চীনে তাদের ই-বুক রিডার তৈরি করে থাকে। এখন জানা যাচ্ছে, অ্যামাজন ও গুগল এসব পণ্যের উৎপাদন প্রক্রিয়া ভিয়েতনামে সরিয়ে নিতে পারে।এছাড়া, মাইক্রোসফট এক্সবক্স ও কর্টানা স্পিকারের উৎপাদন ইন্দোনেশিয়াতে সরিয়ে নিতে পারে।ডেল ও এইচপি তাদের নোটবুক উৎপাদনের জন্য তাইওয়ান, ভিয়েতনাম কিংবা ফিলিপাইনসের মতো দেশের দিকে ঝুঁকতে পারে। এর আগে তাদের উৎপাদিত সিংহ ভাগ ল্যাপটপই চীনেই তৈরি হতো।তবে মার্কিন এই প্রযুক্তি পণ্য নির্মাতাদের পক্ষ থেকে কারখানা সরিয়ে নেয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানানো হয়নি।