এনক্রিপশন ব্যবস্থা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে।।
অনলাইন ম্যাসেজিংয়ের ক্ষেত্রে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ বাতিল করতে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদে আলোচনা শুরু হয়েছে। ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ হলো এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা যা অনলাইন যোগাযোগের ক্ষেত্রে ফেইসবুক, গুগল, অ্যাপল কিংবা টেলিগ্রামের মতো কোম্পানিগুলো ব্যবহার করে থাকে।ডেটা এনক্রিপ্টেড করা থাকলে অ্যাকাউন্টে অবৈধ অনুপ্রবেশকারীরা সঠিক তথ্য দেখতে পায় না। বিভিন্ন কোড দিয়ে আসল ডেটা ঢেকে রাখা হয়। এই কোড খোলা চেখে কোনো মানুষের পক্ষে ডিক্রিপ্ট করা সম্ভব হয় না। তাই ডেটা সুরক্ষিত থাকে।এই ব্যবস্থার আওতায় হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও আইম্যাসেজের মতো অ্যাপ দিয়ে তথ্য আদান প্রদান করলে হ্যাকাররা তা পড়তে পারে না। এনক্রিপশন বাতিলের পদক্ষেপ বাস্তবায়িত হলে মার্কিন সরকার অনলাইন ম্যাসেজিংয়ের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে। ফলে ম্যাসেজিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীদের গোপনীয়তা বিঘ্নিত হবে।তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসবাদ রুখতেই এমন পদক্ষেপ নিচ্ছেন তারা।কবে নাগাদ ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হতে পারে তা জানা যায়নি।