ইভ্যালিতে মিলবে মটোরোলার ফোন।
অনলাইন ক্রেতাদেরকে মটোরলার অফিশিয়াল ফোন সরবরাহ করতে চুক্তি করেছে ইভ্যালি ডটকম ও স্মার্ট টেকনোলিস (বিডি)।
স্মার্ট টেকনোলজিস মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর। চুক্তির ফলে এখন থেকে ইভ্যালি ডটকমে মটোরোলার সব মডেলের স্মার্টফোন পাওয়া যাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন ইভ্যালি ডটকমের চিফ অপারেশন্স অফিসার জান্নাতুল নাঈম, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মাশরুখ খান, ম্যানেজমেন্ট ট্রেইনি নাদিয়া আফরোজ দিশা।স্মার্ট টেকনোলজিসের পক্ষে ছিলেন টেলিকম বিজনেস ও ডিজিটাল মার্কেটিং বিভাগের পরিচালক সাকিব আরাফাত, ন্যাশনাল সেলস ম্যানেজার হুমায়ুন কবির, হেড অব অপারেশন আবু দোজানা সুজনসহ আরও অনেকে।