আগামী ৫ বছরে নারী কর্মী দ্বিগুণ বাড়াবে ফেইসবুক।
ষষ্ঠ বার্ষিক ডাইভারসিটি রিপোর্ট প্রকাশ করেছে ফেইসবুক।মঙ্গলবার রিপোর্টটি প্রকাশের পর তারা জানায়, সারা বিশ্বে আগামী পাঁচ বছরের মধ্যে ফেইসবুকে নারী কর্মীদের সংখ্যা দ্বিগুণ বাড়ানো হবে। যুক্তরাষ্ট্রে দ্বিগুণ হবে কৃষ্ণাঙ্গ ও হিসপানিকদের সংখ্যা।তাদের অফিসগুলোতে পুরুষদের তুলনায় নারী কর্মীদের সংখ্যা একেবারেই বাড়েনি। গত বছর ৬৩ দশমিক ৭ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ৩ শতাংশ নারী কর্মী ছিল ফেইসবুকের অফিসগুলোতে।এবারের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, পুরো বিশ্বে তাদের পুরুষ কর্মীদের সংখ্যা ৬৩ দশমিক ১ শতাংশ ও নারী কর্মীদের সংখ্যা ৩৬ দশমিক ৯ শতাংশ।যুক্তরাষ্ট্রে ফেইসবুকের আফিসগুলোতে ৪৪ দশমিক ২ শতাংশ শ্বেতাঙ্গ, ৪৩ শতাংশ এশীয়, ৫ দশমিক ২ শতাংশ হিসপানিক ও ৩ দশমিক ৮ শতাংশ কৃষ্ণাঙ্গ কর্মী কাজ করছেন।ফেইসবুকের চিফ ডাইভারসিটি অফিসার ম্যাক্সিন উইলিয়ামস এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ২০১৪ সালের তুলনায় ফেইসবুকে কৃষ্ণাঙ্গ নারীর সংখ্যা বেড়েছে ২৫ গুণ। পুরুষ কৃষ্ণাঙ্গ কর্মীদের সংখ্যা বেড়েছে ১০ গুণ।২০১৪ সাল থেকেই নিয়মিতভাবে ডাইভারসিটি রিপোর্ট প্রকাশ করে আসছে ফেইসবুক।
টেক শহর