অ্যাপেই জানুন স্মার্টফোনের ব্যাটারির অবস্থা।
স্মার্টফোনের ব্যাটারির পারফরমেন্স খারাপ হলে ভোগান্তির শেষ থাকে না। তবে ঠিকমতো ব্যাটারির যত্ন নিলে ভোগান্তি যেমন কমে তেমনি ব্যাটারির লাইফ সাইকেলও বাড়ে।
স্মার্টফোনের ব্যাটারির একটি নির্দিষ্ট পরিমাণ লাইফ সাইকেল থাকে, যেটা পূর্ণ হয়ে গেলে এর পারফরমেন্সের গতি কমতে শুরু করে। কিন্তু এক বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে, ব্যাটারিকে প্রতিবার ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করলে এর জীবনীশক্তি ২০০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।
‘অ্যাক্কুব্যাটারি’ নামের একটি অ্যাপ কাজটি করে দেবে। পাশাপাশি ব্যাটারির যত্নে আরও কিছু সহায়তা করবে।
অ্যাপটি গুগল প্লে স্টোরের এই লিংক থেকে ইন্সটল করে নেয়া যাবে।
চার্জ এলার্ম
অ্যাপটি ফোনে ইন্সটল থাকলে এলার্ম শুনে ব্যবহারকারী বুঝতে পারবেন
৮০ শতাংশ চার্জ হয়েছে।