অ্যাপলের ম্যাকবুক এয়ারের লজিক বোর্ডে ত্রুটি।
ম্যাকবুক এয়ার ২০১৮ মডেলের লজিক বোর্ডে ত্রুটি পাওয়া গেছে। বেশ কয়েকজন গ্রাহকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ত্রুটিপূর্ণ লজিক বোর্ড বিনা মূল্যে সারিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল। খবর দ্য ভার্জ।
অ্যাপলবিষয়ক খবরের পোর্টাল নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ ইঞ্চি রেটিনা স্ক্রিনের ম্যাকবুক এয়ার ২০১৮ মডেলের লজিক বোর্ডে ত্রুটি পাওয়া গেছে। লজিক বোর্ডে ঠিকমতো পাওয়ার পাচ্ছে না। ডিভাইসটি নিয়ে অভিযোগ করেছেন বেশকিছু গ্রাহক। তাদের অভিযোগ, তারা ডিভাইসটি চালু করতে পারছেন না।
বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর অ্যাপল জানিয়েছে, ত্রুটিপূর্ণ ডিভাইসগুলো সম্পর্কে জানাতে গ্রাহকদের ই-মেইল করবে তারা। ত্রুটিযুক্ত ম্যাকবুক এয়ারের গ্রাহকদের নিকটস্থ অ্যাপল স্টোর বা অ্যাপল অনুমোদিত ডিলারের কাছে গিয়ে ডিভাইসটি পরীক্ষা করাতে বলা হবে।
বণিক বার্তা