অ্যান্ড্রয়েডে দ্রুতগতির ব্রাউজার আনলো মজিলা।
অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য ‘ফায়ারফক্স প্রিভিউ’ নামের নতুন একটি ব্রাউজার এনেছে মজিলা করপোরেশন।নির্মাতাদের দাবি অনুযায়ী, এটি পূর্ববর্তী ব্রাউজার অপেক্ষা দ্বিগুণ দ্রুত কাজ করবে।গতি বাড়াতে নতুন এই ব্রাউজারের ডিজাইন খুব সাধারণ রাখা হয়েছে। ব্যাটারি সাশ্রয় ও চোখের ক্ষতি কমাতে এতে ডার্ক মোড ফিচারও যুক্ত করা হয়েছে।এছাড়া ইন্টারনেট ব্যবহার নিরাপদ করতে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ব্রাউজারটিতে। এড়ানো যাবে তৃতীয় পক্ষের অযাচিত নজরদারি।অ্যাপটি এই লিংকে ক্লিক করে ইন্সটল করে নেয়া যাবে।
টেক শহর