অপো আনছে বিশ্বের ‘প্রথম’ ওয়াটারফল স্ক্রিন ফোন।
প্রথম যখন স্যামসাং ইডিজিই ফোন আনার ঘোষণা দিল তখনই সবাই ধরে নিয়েছিল স্মার্টফোন বাজারে পরিবর্তন আসতে যাচ্ছে।তারপর স্যামসাং কার্ভড ডিসপ্লের ফোন আনে। স্যামসাংয়ের পরে আবার শাওমি তাদের মি নোট ২ ফোনে স্যামসাংয়ের মতো ডিসপ্লে আনার চেষ্টা করেছিল। তবে কেউই খুব বেশি পরিমাণে জনপ্রিয় হতে পারেনি।এবার চীনা প্রতিষ্ঠান অপো দাবি করছে, তারা বিশ্বের প্রথম ওয়াটারফল স্ক্রিনের ফোন আনতে যাচ্ছে।চীনের সামাজিক মাধ্যম উইবোতে একটি ছবি দিয়ে এমন ঘোষণা দিয়েছেন অপোর ভাইস প্রেসিডেন্ট ব্রেইন শেইন।উইবোতে দেওয়া ঘোষণা অনুযায়ী, অপোর ফোনটিতে থাকছে বড় ধরনের স্ক্রিন রেশিও এবং সেটি ৮৮ ডিগ্রি পর্যন্ত।স্ক্রিনের প্রকৃত চেহারার একটি ছবিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। ছবিতে বাম হাতে রয়েছে অপো ফাইন্ড এক্স হ্যান্ডসেট এবং ডান হাতে রয়েছে নতুন ওয়াটার ডিসপ্লের ফোনটি। নতুন ফোনটির ডিসপ্লের সাইডে কার্ভাট এবং খুব পাতলা বডি। এ থেকে এটা বোঝা যাচ্ছে যে, নতুন ফোনটির স্ক্রিন বর্ডার একেবারে ব্যাক প্যানেল পর্যন্ত পৌঁছেছে।তবে ওয়াটারফল স্ক্রিনের ফোনটির ক্যামেরা ফাইন্ড এক্স ফোনের ক্যামেরার মতোই।কিন্তু ফোনটি কবে নাগাদ বাজারে আনা হবে বা দাম কেমন, কনফিগারেশন কি এসব সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।